চুয়াডাঙ্গায় দই-মিষ্টিতে মাছি, জরিমানা

প্রকাশ | ১০ অক্টোবর ২০২২, ১৮:৫৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

নোংরা পরিবেশে ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাবার জিনিস, দই- মিষ্টি, জিলাপি বিক্রি। মিষ্টির ড্রামে ও হাড়িতে শত শত পোকা মাছি, বাশি মিষ্টি, দই ও জিলাপি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফ্রিজে দইয়ের পাতিলের সাথে রাখা ছিল কাঁচামাছ। নেই মূল্য তালিকা, গোড়াউনে খোলা দইয়ের পাতিলের উপর ঘুরছে শত শত তেলাপোকা।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা শহরের কাঁচা বাজারে তদারকির সময় মেসার্স উত্তম মিষ্টান্ন ভান্ডারে এমনই পরিবেশ দেখতে পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, অভিযানে ভোক্তা অধিকার মেসার্স উত্তম মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করাসহ ১৫ দিনের জন্য ওই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

এসময় সয়াবিন তেলের দাম সরকার নির্ধারিত দামের থেকে বেশি নেয়ায় মেসার্স রেজা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সবাইকে মূল্যতালিকা প্রদর্শনের পাশাপাশি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করার ব্যাপারে সতর্ক করা হয়।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এলএ)