মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের পরিচালক হলেন ইদ্রিস সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২২, ১৭:১৫

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. ইদ্রিস সিদ্দিকী। আগামী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকীকে তাঁর অবসর উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট ছুটি সুবিধাদি স্থগিতের শর্তে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের পরিচালক পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চলতি বছরের ১১ অক্টোবর থেকে অথবা যোগদানের তারিখ থেকে প্রকল্পের মেয়াদকাল ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত চুক্তিভিত্তিক পরিচালকের দায়িত্ব পালন করবেন।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :