ডিআরইউতে বিনামূল্যে চক্ষু শিবির

বয়স ৪০ পেরোলেই চোখের সমস্যা শুরু হতে পারে: বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২২, ১৮:১৮

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে এই ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘চোখকে ভালোবাসুন। চোখকে ভালো না বাসলে চোখের ক্ষতি হয়ে যেতে পারে। ৪০ বছর হয়ে গেলেই চোখে সমস্যা শুরু হতে পারে। ছোটদেরও এক ধরনের সমস্যা দেখা দেয়।'

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘সব শ্রেণিপেশার মানুষকে চোখের পরীক্ষা করা উচিত। এতে ব্যক্তি জীবনে যেমন ভালো ফলাফল বয়ে আনে, জাতীয় জীবনে এর ইতিবাচক প্রভাব রয়েছে। চোখ ওঠা, লাল হওয়াসহ নানা সমস্যা দেখা দেয়। এগুলোতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরীক্ষা করে দেখতে হবে আসলে চোখের মূল সমস্যাটা কী হয়েছে। আমাদের দেশে প্রতি বছর নতুন করে চোখের ছানি রোগে আক্রান্ত হয় এক লাখ ৮০ হাজার মানুষ। তাই চোখের যত্নের কোনো বিকল্প নেই।’

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, 'আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ চোখ। এটাকে অযত্নে রাখলে বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই আমাদের উচিত চোখের যত্ন নেওয়া। শারীরিক সুস্থতা না থাকলে মানসিক সুস্থতা থাকা যায় না।চোখের পরীক্ষা নিয়মিত করা প্রয়োজন।'

ডিআরইউ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বলেন, ‘চোখের চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে সেটি আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের অন্যতম একটি কাজ। আমরা সংগঠনের সদস্যদের জন্য আরও কিছু কাজ করার চেষ্টা করবো।’

লায়ন্স ক্লাব অব ঢাকা ও লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়ালের সহযোগিতায় এই আয়োজন হয়। লায়ন্স জেলা কনভেনশন চেয়ারপারসন নওজাত সারওয়াত ইসলাম বলেন, ‘আমাদের সংগঠনটি সারাবিশ্বেই কাজ করছে। বাংলাদেশেও লায়ন্স ক্লাব মানবতা নিয়ে কাজ করছে। এর পাশাপাশি নানামুখী কাজ করছে। এরই অংশ হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির চক্ষু চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। অতীতেও ছিল আগামীতেও পাশে থাকবো এই ধরনের আয়োজনে।’

অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ডিআরইউর কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু। আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য ছলিম উল্লাহ মেজবাহ।

এছাড়াও অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মুরসালিন নোমানী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

বিদায়ী উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রশ্নে যা বললেন ডা. দীন মোহাম্মদ

বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

অ্যানেস্থেসিয়ায় হ্যালোথেন ব্যবহার বন্ধ করতে বললো স্বাস্থ্য সেবা বিভাগ, কেন এ নির্দেশ?

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বাদাম!

স্বাধীনতা দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব যক্ষ্মা দিবসে জানুন সংক্রামক এ রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

মৃগী রোগ সম্পর্কে কতটা জানেন? এর লক্ষণ আর চিকিৎসাই বা কী?

এক যুগ আগেই জানা যাবে আপনি মূত্রাশয়ের ক্যানসারে আক্রান্ত কি না

কীভাবে চিনবেন প্রাণঘাতী অগ্ন্যাশয়ের ক্যানসার? বাঁচতে হলে জানুন

মাথা ও ঘাড়ের ক্যানসার ধ্বংসের থেরাপি আবিষ্কার! দাবি বিশেষজ্ঞদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :