নীলফামারীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-শ্বশুর আটক

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২২, ১৮:৪৬

নীলফামারীর জলঢাকায় গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী ফরহাদ হোসেন ও শ্বশুর নাছির উদ্দিনকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে সদর উপজেলার কাঁঠালি ইউনিয়নের উত্তর দেশিবাঁই মাঝাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

নিহত মোসলেমা বেগম একই উপজেলা শহরের বগুলাগাড়ি এলাকার মোফাজ্জল হোসেনের মেয়ে এবং কাঠাঁলি ইউনিয়নের উত্তর দেশিবাঁই মাঝাপাড়া এলাকার ফরহাস হোসেনের স্ত্রী।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে শনিবার রাতে মোসলেমাকে পিটিয়ে হত্যা করে স্বামী ও শ্বশুর। খবর পেয়ে ভোরে লাশ উদ্ধার এবং স্বামী-শ্বশুরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে। স্বামী ও শ্বশুরকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :