‘সাংবাদিকদের ভোট কক্ষে প্রবেশের অনুমতি নেই’

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৩:৪২ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২২, ১৩:১৪

মাগুরা জেলা পরিষদ নির্বাচনে ভোট কক্ষে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। নির্বাচনী কর্মকর্তারা জানান, ‘সাংবাদিকদের ভোট কক্ষে প্রবেশের অনুমতি নেই’।

সোমবার ভোট শুরুর পর সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ ভোটকেন্দ্রে গেলে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাইরে অপেক্ষা করতে হয়।

মাগুরা সদর উপজেলা পরিষদ ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ভোটার, এজেন্ট ও নির্বাচনী দায়িত্বরত ব্যক্তি ছাড়া কাউকে ভোটকক্ষে প্রবেশ করতে দেওয়ার অনুমতি নেই। সাংবাদিকেরা দরজার বাইরে থেকে ভোট কক্ষ পর্যবেক্ষণ করতে পারবেন তবে ভেতরের ছবি তুলতে পারবেন না।

বেসরকারি টেলিভিশন এখন টিভির মাগুরা জেলা প্রতিনিধি রূপক আইচ বলেন, আমরা অতীতে বহু নির্বাচন পর্যবেক্ষণ করেছি, কিন্তু কখনো ভোট কক্ষে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়নি। নির্বাচন পর্যবেক্ষণে সাংবাদিকদের যে পরিচয়পত্র দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট নির্দেশনা আছে একসঙ্গে দুজনের বেশি সাংবাদিক ভোট কক্ষে প্রবেশ করতে এবং ১০ মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না।

এর অর্থ হচ্ছে, ভোট কক্ষে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। তবে গোপন কক্ষে প্রবেশ বা ছবি তুলতে নিষেধ আছে। দায়িত্বশীল সাংবাদিকেরা সেটা জানেন। কিন্তু এখানে বলা হচ্ছে, সাংবাদিকদের ভোট কক্ষে প্রবেশের অনুমতি নেই।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ৪৯৩ জন ভোটার। চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২০ জন ও নারী সাধারণ সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার চারটি উপজেলা পরিষদ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আশরাফুল আলম বলেন, ‘সাংবাদিকদের ভোট কক্ষে প্রবেশের অনুমতি নেই। নির্বাচন কমিশন সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছে। সেখানে ভোটারদের বাইরে অতিরিক্ত লোক প্রবেশ করলে সিসি ক্যামেরায় বোঝা যাবে না কে সাংবাদিক বা অন্য কেউ। তিনি বলেন, আপনারা যদি ভোট কক্ষ পর্যবেক্ষণ করতে চান তাহলে আমার অফিসে সিসি ক্যামেরার মনিটর আছে সেখানে এসে দেখতে পারেন। সাংবাদিকদের ভোট কক্ষের বাইরে থেকেই সংবাদ সংগ্রহ করতে হবে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :