করোনায় এক দিনে ৬ মৃত্যু, নতুন রোগী ২৮৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৭:০০ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২২, ১৬:৪৩

মহামারী করোনাভাইরাসে দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ছয়জনের মৃত্যুর পাশাপাশি একইসময়ে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২৮৬ জন।

মঙ্গলবার বিকালে মৃত্যু আর আক্রান্ত রোগীর তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৮৭ জন রোগী শনাক্ত হয়েছে। দৈনিক শনাক্তের হার বেড়ে ৬ দশমিক ৯৭ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ৬ দশমিক ৯২ শতাংশ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নুতন ২৮৬ জনকে নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জনে। আর এখন পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণহানি হয়েছে ২৯ হাজার ৪০৮ জনের।

এছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত এক দিনে ৫৫৪ জন করোনা রোগীর সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস সংক্রমতি রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। একের পর এক ধরনে সংক্রমণ বেড়ে চলার মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :