বিটিআরসির নতুন কমিশনার শেখ রিয়াজ আহমেদ

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২২, ১৮:১০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২, ১৮:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

অবসরে যাওয়া অতিরিক্ত সচিব শেখ রিয়াজ আহমেদকে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার (প্রকৌশল) পদে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, পিআরএল ভোগরত অতিরিক্ত সচিব শেখ রিয়াজ আহমেদকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর ধারা-৯ অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী তিনবছর মেয়াদে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার (প্রকৌশল) পদে নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এসএস/কেএম)