‘পরিবহন বন্ধ করে বিএনপির সমাবেশে গণজোয়ার ঠেকানো যাবে না’

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৫:৩৩ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২২, ১৫:২২

পরিবহন বন্ধ করে বিএনপির সমাবেশে গণজোয়ার ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, সরকার ভয় পেয়ে গেছে, তাই বিএনপির সমাবেশ হলে পরিবহন বন্ধ করে তা বাধাগ্রস্ত করতে চায়।

আগামী ২৯ অক্টোবর রংপুরে বিএনপির গণসমাবেশ ইতিহাস সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতা ডা. জাহিদ হোসেন আরও বলেন, সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে যার কারণে মানুষ আজ দুর্বিষহ জীবন যাপন করছে।

মেগাপ্রকল্প স্থাপনের নামে মেগা দুর্নীতি আর লুটপাট করে দেশকে সংকটে ফেলে দিয়েছে।

সমাবেশগুলো দেখে সরকার ভীত হয়ে সমাবেশ বাধাগ্রস্ত করতে পরিবহন বন্ধ করে দেয়া, হামলা, পুলিশি হয়রানি এমনকি নেতা কর্মীদের গ্রেপ্তার করছে।

তারপরও সবকিছু উপেক্ষা করে সমাবেশগুলো ইতিহাস সৃষ্টি করে চলছে। বিশেষ করে রংপুরের সমাবেশ ঘিরে সরকার টানা দুইদিন পরিবহন বন্ধ করে দিয়ে প্রমাণ করল তারা সত্যি ভয় পেয়ে গেছে।

তিনি বলেন, রংপুরের সমাবেশ শুধু বিএনপির নয়, এটি গণমানুষের মহাসমাবেশে রূপান্তরিত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ বলেন, সরকারের বাধা সত্ত্বেও মানুষের ঢল নামছে সমাবেশগুলোতে। সমাবেশের আগের রাতেই জড়ো হচ্ছে সমাবেশ প্রাঙ্গণে।

মানুষের সরব উপস্থিতি প্রমাণ করে দেয় এই সরকারকে আর মানুষ চায় না।

বাংলার মানুষ জেগে উঠেছে মন্তব্য হারুন বলেন, হায়েনাদের কাছ থেকে দেশকে রক্ষা করতে ক্ষমতা থেকে সরাতে মানুষ মাঠে নেমে এসেছে। আর দেরি নয় যেকোনো সময় সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে।

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক জহুরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক বক্তব্য দেন এতে।

জেলা ও উপজেলা বিএনপির নেতা কর্মী ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :