এফভি মাগফিরাতের নিহত নাবিকদের পরিবারকে র‌্যানকন গ্রুপের অর্থ সহায়তা

প্রকাশ | ২২ অক্টোবর ২০২২, ২০:২১

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

কর্ণফুলী নদীতে র‌্যানকন গ্ৰুপের ডুবে যাওয়া ফিশিং ট্রলার এফভি মাগফিরাতের ছয় নাবিকসহ নিহত আটজনের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রামের সদরঘাটে র‌্যানকন গ্ৰুপের ফিশিং ডিভিশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ সহায়তা দেয়া হয়।

অনুষ্ঠানে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের ক্যাপ্টেন মো. ফারুক বিন আব্দুল্লাহর স্ত্রী আরিফিন জাহানের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন র‌্যানকন গ্রুপের কর্মকর্তারা। 

এছাড়াও চিফ অফিসার সাইফুল ইসলামের স্ত্রী আয়েশা আক্তারকে ৫০ লাখ টাকা, সেকেন্ড ইন্জিনিয়ার জহিরুল ইসলামের স্ত্রী ফেরদৌস বেগমকে ৫০ লাখ টাকা, সেইলর মো. আবুল বাশারের বাবা মুজিবুর রহমানকে ২০ লাখ টাকা, গ্রিজার প্রদীপ চৌধুরীর স্ত্রী মিনা চৌধুরীকে ২০ লাখ টাকা, ফিশ মাস্টার জহির উদ্দীনের স্ত্রী জোবায়দা আক্তারকে ২০ লাখ টাকা, আব্দুল মোতালেবের ছেলে রাকিবকে ৫ লাখ টাকা এবং ডকমাস্টার রহমত আলীর স্ত্রী রঙ বানুকে ১০ লাখ প্রদান করা হয়। সর্বমোট আর্থিক সহায়তার পরিমাণ ২ কোটি ৭৫ লাখ টাকা। এছাড়া নিহত পরিবারের অনেককেই চাকরি এবং স্কুলপড়ুয়াদের দেয়া হচ্ছে দীর্ঘ মেয়াদি বৃত্তি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- র‌্যানকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী, র‌্যানকন ওশিয়ানার পরিচালক রোমান রউফ চৌধুরী, র‌্যানকন হোল্ডিংয়ের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, বিভাগীয় পরিচালক মাশিদ রহমান, নির্বাহী পরিচালক তানভীর শাহরিয়ার রিমন, মার্কেন্টাইল মেরিন ডিভিশনের প্রিন্সিপাল অফিসার গিয়াস উদ্দীন, মেরিন ফিশারিজ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, র‌্যানকন ওশিয়ানার জেনারেল ম্যানেজার তারেকুজ্জামান সরকার এবং র‌্যানকন সি ফিশিংয়ের জেনারেল ম্যানেজার নাভিন আনোয়ার।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এলএ)