শরীয়তপুরে সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা, তিনজনের প্রাণহানি

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৮:৫৯ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২২, ০৮:৪৪

শরীয়তপুরে মেঘনার শাখা নদীতে সেতুর সঙ্গে ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে এমভি স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ। ধাক্কার পর লঞ্চের ছাদের ওপরে থাকা পানির ট্যাংক পড়ে তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত দুজন। রবিবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মাইজারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল। এতে হিরা ও রাব্বি নামে আরও দুজন মারাত্মক আহত হয়েছেন।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির দুর্ঘটনায় তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান জানান, রাতে ঢাকা থেকে স্বর্ণদ্বীপ প্লাস ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি গোসাইরহাটের সাইক্ক্যা সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে করে লঞ্চে থাকা পানির ট্যাংকি নিচে পড়ে যায়। এ সময় নিচে শুয়ে থাকা যাত্রীদের গায়ে পড়ে। ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায় এবং দুজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :