নিম্নচাপের প্রভাবে বরগুনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২২, ১৪:১৮

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে রবিবার সকাল থেকে বরগুনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, নিম্নচাপের প্রভাবে বরগুনা উপকূলে তিন নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় বঙ্গোপসাগরে মাছ ধরার সব ট্রলারকে উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

যদিও ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ার কারণে বঙ্গোপসাগর ও নদীগুলোতে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই বরগুনার সব মাছ ধরার ট্রলার উপকূলের ঘাটেই আছে।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সাগরে ও নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তাই উপকূলের সব জেলেরা তাদের মাছ ধরার ট্রলার নিয়ে ঘাটে আছে।

এদিকে এ বৃষ্টিকে উপকারী হিসেবে বলছেন বরগুনার কৃষকরা। অতি বৃষ্টিতে শীতকালীন সবজির নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :