চুয়াডাঙ্গায় চিনির বাজার মনিটরিং জোরদার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৫:২৫ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২২, ১৫:২৩

চুয়াডাঙ্গায় চিনির বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছে প্রশাসন। সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার, নিচের বাজার, ফেরিঘাট রোডসহ ব্যবসায়িক এলাকাগুলোতে চিনির বাজার মনিটরিং করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

এ সময় তিনি বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রতাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, সরকার চিনির দাম ৯০ টাকা খুচরা নির্ধারণ করে দিয়েছে। কোনো ব্যবসায়ী বেশি নিতে পারবেন না।

ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ক্রয়ের সময় অবশ্যই রশিদ নেবেন। কোনো ব্যবসায়ী দাম বেশি নিলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন জেলা পুলিশের একটি টিম।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :