আরও ২০৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২২, ১৭:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪১৫ জন। একই সময়ের মধ্যে ২০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৪ হাজার ৩৪৮ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৪৫৪ জনের। পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ। করোনায় মৃত্যু হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৩৯০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৩০৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/ইএস)