গ্যাসের জন্য সরকারকে আল্টিমেটাম কবি নির্মলেন্দু গুণের

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২২, ১১:৪৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২, ১২:১২

ঢাকাটাইমস ডেস্ক

একুশে পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু ‘বাড়তি সুবিধা’ পেতে তার পুরস্কারের সঙ্গে পাওয়া স্বর্ণপদক বিক্রি করে দেয়ার হুমকি দিয়েছেন। একই সঙ্গে সরকারকে এক মাসের আল্টিমেটামও দেন তিনি।

মঙ্গলবার নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এ হুমকি ও আল্টিমেটাম দেন কবি।

ফেসবুক পোস্টে নির্মলেন্দু গুণ লেখেন, ‘স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া হোক। রেল এবং বিমানের টিকিটও তাঁদের জন্য সংরক্ষিত থাকলে ভালো হয়।’

‘রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেয়া যেতেই পারে। আপনারা কী বলেন?’ যোগ করেন কবি।

নির্মলেন্দু গুণ আরও লেখেন, ‘আমি ঢাকার কামরাঙ্গীরচরে একটি ত্রিতল বাড়ি বানিয়েছি ২০১৬ সালে। বিদ্যুৎ সংযোগ পেলেও আজ পর্যন্ত (অক্টোবর ২০২২) আমি বারবার চেষ্টা করেও গ্যাস সংযোগ পাইনি। ফলে খোলা বাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। ’

তিনি বলেন, ‘এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেয়ার কথা ভাবছি।’

এ জন্য ‘সরকারকে এক মাস সময় দেয়া হলো’ বলে পোস্টে উল্লেখ করেন গুণ।

কবি নির্মলেন্দু গুণের এই স্ট্যাটাসের প্রেক্ষিতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ বলেছেন, ‘সরকারের নির্দেশনা পেলে কবি নির্মলেন্দু গুণের বাড়িতে গ্যাস সংযোগ দিতে চায় তিতাস গ্যাস বিতরণ কোম্পানি।’

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে আদেশ জারি করে দেশে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রেখেছে সরকার। এর আগেও অনানুষ্ঠানিকভাবে গ্যাস সংযোগ বন্ধ ছিল।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এফএ)