কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২২, ২২:৫৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২, ২২:৫৮

কাতার প্রতিনিধি, ঢাকাটাইমস

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৃহস্পতিবার বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন।

এ সময় তার সঙ্গে ছিলেন- রাষ্ট্রদূতপত্নী শায়লা পারভীন, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক ইউসুফ বিন সুলতান ইউসুফ লারেম এবং বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান তন্ময় ইসলাম।

সৌজন্য সাক্ষাতের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত জসীম উদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে তিনি বলেন, কাতারে তার কার্যকাল সংক্ষিপ্ত হলেও প্রাপ্তি ছিল অনেক। আগামী বছর বাংলাদেশ সফরের বিষয়ে তার আগ্রহের কথা ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত কাতারের আমিরের বাংলাদেশের সফরের বিষয়ে বলেন, এ সফর দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।

কাতারের আমির বলেন, কাতারের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। নির্মাণ খাত ছাড়াও স্বাস্থ্যসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশিদের অবদান আছে। তিনি আরো বলেন, নতুন কিছু ক্ষেত্র,  যথা- জ্বালানি, বিনিয়োগ, পর্যটন, ব্যবসা ও কৃষিতে কাতারের সাথে বাংলাদেশের কাজ করার সুযোগ আছে।

আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাষ্ট্রদূত জসীম উদ্দিনকে গণচীনে তার নতুন দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানান ও সাফল্য কামনা করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত কাতারে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য আমিরকে ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএ)