মুন্সীগঞ্জে ভূমিদস্যুদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২২, ১৪:০১

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়  ভূমিদস্যুতার প্রতিবাদ ও তাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আল আমিন বাজারে শ্রীনগর-দোহার সড়কে স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধন করে । এতে অংশ নেন ভূমি বেদখলের কবলে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী সহ স্থানীয় শতাধিক লোকজন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে জানান, ভাগ্যকুল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও সহযোগী হাবিবুর রহমান মাসুদ নামের দুই ব্যক্তি দীর্ঘদিন যাবন জমি বেচাকেনার কাজ করে আসছেন। সম্প্রতি তাদের সংঘবদ্ধ চক্র গড়ে তোলে ভুয়া কাগজপত্র বানিয়ে এলাকায় একের পর এক ব্যক্তির জমি জবরদখল ও বেদখল করে চলেছে। এতে ভোক্তভোগী হচ্ছে অনেকে সাধারণ মানুষ। বিশেষ করে কম সামর্থ্যবান মানুষের জমি দখলে নিচ্ছে চক্রটি। জমি দখলের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুবিচার দাবি তাদের।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন মোড়ল, ভোক্তভোগী ফরেস মোড়ল, আব্দুল মালরক, নুরল হক, বারেক মোড়ল প্রমুখ।

 

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এআর)