জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল পথচারীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২২, ০২:৫৯

জমি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে এক পক্ষের ইটের আঘাতে মো. শাওন নামে এক পথচারী যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান বালুচর ইউনিয়নের ডাইলা বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাওন চরখাসকান্দি গ্রামের মো. রবু মিয়ার ছেলে। তার বাবা গাজীপুরে লেবারের কাজ করেন বলে জানা যায়।

হাসপাতালে রবু মিয়া জানান, শনিবার সন্ধ্যায় ডাইলা বাড়ির মোড়ে শাহ আলীর সঙ্গে জমি ও আধিপত্য নিয়ে মো. আবু হোসেন ও আমির হোসেনের মারামারি হয়। তারা দুজন আপন ভাই। মারামারির এক পর্যায়ে মো. আবু হোসেনের পক্ষ নিয়ে আমির হোসেনকে মারতে যান মো. শাহ আলী, তার বড় ভাই শুক্কুর আলী তার ছেলে মো. আলী। তখন শাওন বাড়িতে ফেরার সময় শাহ আলীর বাড়ির ছাদ থেকে ইটপাটকেল ছুড়ে। এসময় ছাদ থেকে ছোড়া একটি ইট শাওনের মাথায় পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, আমি টাঙ্গাইলে একটি সাক্ষী দিতে এসেছি। বিয়ষটি আমার জানা নেই। এছাড়া কেউ অভিযোগ নিয়ে থানায় আসেননি। আমি খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :