বৈমানিক হলেন পুলিশের চার কর্মকর্তাসহ ১০ জন

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২২, ১৭:৩০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২, ১৭:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

'এভিয়েশন বেসিক কোর্স-১২' শেষ করে বৈমানিক হলেন পুলিশের চার কর্মকর্তা। তারা সবাই সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা।

সোমবার আর্মি অ্যাভিয়েশন স্কুলে নবীন বৈমানিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় তাদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।

পুলিশের যারা বৈমানিক হয়েছেন তারা হলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুল হক, সহকারী পুলিশ সুপার ফাতেমা-তুজ-জোহরা ও সহকারী পুলিশ সুপার মো. আবুল হোসাইন।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আর্মি অ্যাভিয়েশন গ্রুপের অধীনস্থ অ্যাভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশের মোট দশ তরুণ অফিসার 'এভিয়েশন বেসিক কোর্স-১২' সম্পন্ন করেছেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে সেনাবাহিনীর পাঁচজন সেনা-১৫২ অ্যারোবেট বিমানে ৭০ ঘণ্টা এবং নৌবাহিনী ও পুলিশের পাঁচজন ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানে ৭০ ঘণ্টা উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেন। সেনা-১৫২ অ্যারোবেট বিমানের প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন এএসপি ক্যাপ্টেন মো. আবু তালহা আরেফিন এবং ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার হোসাইন।

তেজগাঁও পুরাতন বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকার বাইরে রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরে অস্থায়ী ক্যাম্প হতে এই উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা করা হয়।

উল্লেখ্য, সহকারী পুলিশ সুপার ফাতেমা-তুজ-জোহরা পুলিশের প্রথম নারী বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেছেন।

ঢাকাটাইমস/৩১অক্টোবর/এসএস/ইএস