অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পেলেন ১৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২২, ১৯:৪৯

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ১১ জেলায় ১৩ জন জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ভাষ্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হককে শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। আর মামুন খন্দকারকে নেত্রকোণায়, মো. নজরুল ইসলামকে খাগড়াছড়িতে, পঙ্কজ বড়ুয়াকে নোয়াখালীতে, ফারজানা রহমানকে দিনাজপুরে, আবুল কালাম আজাদকে জয়পুরহাটে, মো. আনিচুর রহমানকে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুরের নালিতা বাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীনকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। আর বাগেরহাট জেলার রামপাল থানার ইউএনও কবির হোসেনকে চুয়াডাঙ্গায়, বগুড়ার কাহালুঘাটের ইউএনও পাপিয়া সুলতানাকে চাঁপাইনবাবগঞ্জে, সুনামগঞ্জে তাহিরপুরের ইউএনও রায়হান কবিরকে সিরাজগঞ্জে এবং সিলেটের বিয়ানীবাজারের ইউএনও আশিক নুরকে নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও ঢাকার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের সচিব মো. আনিসুল ইসলামকে চুয়াডাঙ্গায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :