পদ্মা সেতু রেল প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল রেজাউল মজিদ

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২২, ২০:০৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২, ২০:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ফটো

পদ্মা সেতু রেল প্রকল্পের প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ। তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্টের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদকে প্রেষণে নিয়োগপূর্বক তাঁর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২৬ অক্টোবর পদ্মা সেতু রেল প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেনকে প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এসএস/ইএস)