নোয়াখালীতে পুলিশ কেজি স্কুলের ১২০০ শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২২, ২০:২১

করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে এবার নোয়াখালী পুলিশ কেজি স্কুলের ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনা হয়েছে। প্রতিষ্ঠানটির ১২০০ শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে কোভিড-১৯ এর টিকা।

সোমবার সকালে নোয়াখালী পুলিশ কেজি স্কুলের হল রুমে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

পুলিশ কেজি স্কুলের প্রধান শিক্ষক আ ফ ম রহমত উল্যার সভাপতিত্বে টিকা দান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান প্রমুখ।

এসপি বলেন, করোনার টিকা শিশুদের এ ভাইরাস থেকে সুরক্ষা দেবে। যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে বহু আগে থেকেই শিশুদের টিকা দেওয়া শুরু হয়েছে। আমাদের দেশেও এগারোর্ধ্ব বয়সীদের টিকা দেওয়া হয়েছে। ৫ থেকে ১১ বছর বয়সী যেসব শিশুকে পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রেও স্বাস্থ্যঝুঁকির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :