রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১২:১১ | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২২, ২৩:১২

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) একজন প্রভাষকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে পরিবারের ধারণা। তার নাম তানজিল আমিন।

সোমবার সন্ধ্যায় শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকাটাইমসকে বলেন, মৃত তানজিলের পরিবারের পক্ষ থেকে লাশটি ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার আবেদন করেছিলেন। কিন্তু ময়নাতদন্ত ছাড়া এই লাশ দেওয়া যাবে না।

মো. তানজিল আমিন তার শ্বশুর বাড়িতে স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। তিনি ফেনী জেলার সোনাগাজী থানার মো. রুহুল আমিনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

২০১৮ সালের শেষের দিকে সায়েকা খান সিনজির সঙ্গে তানজিলের পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। তার পরিবারের ধারণা স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন।

মৃত তানজিলের পরিবারের একটি সূত্র জানায়, গত রবিবার দুপুর ১২টার দিকে তিনি ঘরে ঢোকেন। পরে আর বের হননি। এরপর রাত দেড়টার দিকে পরিবারের লোকজন খবর পায় যে তানজিল আত্মহত্যা করেছেন। রবিবার দুপুর ১২টা থেকে দিবাগত রাত দেড়টার মধ্যে যেকোন সময়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :