যে কারণে পুলিশকে ফুলহাতা ইউনিফর্ম পরতে নির্দেশ দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২০:৩৩ | প্রকাশিত : ০১ নভেম্বর ২০২২, ২০:২৮

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পুলিশের সব সদস্যকে ফুলহাতা শার্ট (ইউনিফর্ম) পরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ সদরদপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

সাধারণত পুলিশ সদস্যরা গ্রীষ্মকালীন পোশাক হিসেবে হাফহাতা ইউনিফর্ম পরেন। শীতকালে ফুলহাতা শার্ট, প্রয়োজনে সোয়েটার বা জ্যাকেট পরেন।

তবে ডেঙ্গুতে পুলিশের অনেক সদস্য আক্রান্ত হওয়ায় সচেতনার অংশ হিসেবে এবং শীত আসন্ন হওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সদরদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হচ্ছে। অপরদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত পুলিশ সদস্যদের শীতকালীন ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো ইউনিটের ডিআইজি বা তদূর্ধ্ব কর্মকর্তা যদি মনে করেন, এ ধরনের ইউনিফর্ম পরার সময়সীমা বাড়ানো প্রয়োজন, তাহলে পুলিশ সদরদপ্তরের অনুমোদন নিয়ে তিনি এটা করতে পারবেন।

অন্যদিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে পুলিশের ৭০ সদস্য চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন (আইসিইউ) ১৫ জন। তবে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্য মারা যাননি।

(ঢাকাটাইমস/০১নভেম্বর/এসএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :