‘বিএনপির ভয়ে আতঙ্কিত হয়ে মালিক-শ্রমিকরা বাস-ট্রাক বন্ধ রাখে’

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১১:০৫ | প্রকাশিত : ০১ নভেম্বর ২০২২, ২২:৪০

বিএনপির জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডের ভয়ে আতঙ্কিত হয়ে গণসমাবেশে মালিক-শ্রমিকরা বাস ট্রাক পরিবহন বন্ধ রাখে। এখানে সরকারের কোন ভূমিকা নেই বলে দাবি করেছেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য শাজাহান খান। তিনি মঙ্গলবার দুপুরে মাদারীপুরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপির বিভিন্ন গণসমাবেশে মালিক শ্রমিকরা তাদের পরিবহন দিচ্ছে না। কিন্তু তারা উল্টো আওয়ামী লীগের বদনাম করছেন। অবস্থা এমন যেন উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছেন। তাদের সব কথাই কল্পনাপ্রসূত। তারা মিথ্যাচার করে, বরং নাশকতা চালাচ্ছে। তাদের ভয়ে সাধারণ মানুষ মাঠে নামছে না। আগামীতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না সরকার। তাদের উচিত জবাব দেয়া হবে।’

সাবেক মন্ত্রী এসময় বিএনপিকে সমালোচনা করে আরো বলেন, বিএনপি সমাবেশের নামে মানুষকে একত্রিত করতে পারছে না। তারা যে জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে, এটা বুঝেই আওয়ামী লীগ ও সরকারের নামে কুৎসা রটাচ্ছে। যদিও জনগণ তাদের আন্দোলনে সায় দিচ্ছে না। তাই সবাইকে আওয়ামী লীগের মতাদর্শে থাকার আহবান করছি।’

মাদারীপুর পৌর শহরের সার্বিক বাস ডিপো চত্বরে অনুষ্ঠিত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান খান যাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

এ সময় বক্তারা মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক বছরের সফলতা ও ব্যর্থতার দিক তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে আরো ভালোভাবে কাজ করতে পারেন সে বিষয়েও আলোচনা করেন।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :