প্রশাসন ক্যাডারদের প্রধানমন্ত্রী

আমলাতান্ত্রিক মনোভাব নয়, দেশপ্রেম নিয়ে জনসেবা করুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৩:৫১ | প্রকাশিত : ০২ নভেম্বর ২০২২, ১২:৫৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে দেশপ্রেম ও আত্মমর্যাদার সঙ্গে জনসেবা করতে বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমলাতান্ত্রিক আচরণ নয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের দেশপ্রেম ও আত্মমর্যাদা নিয়ে জনসেবা করতে হবে।’

ঢাকার শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে বুধবার ১২৪, ১২৫ ও ১২৬তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারীদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে।’

১৯৭২ সালে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সেবক হিসেবেই নিজেদের বলতে হবে। আমি এটাই চাই যে, জনগণের সেবা করে দেশকে এগিয়ে নিতে হবে।’

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে জনপ্রশাসনের সিনিয়র সচিব কে এম আলী আজম এসময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :