বাগেরহাটে জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২২, ০৯:৩৪ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২, ১১:২৮

বাগেরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস

বাগেরহাটে জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়ামী লীগ, দলের অঙ্গ-সহযোগী ও সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় বাগেরহাট শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। 

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। 

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান প্রমুখ।

(ঢাকা টাইমস/০৩নভেম্বর/এসএম)