বিএনপির সমাবেশে যাওয়ার পথে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১২:২৩ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২২, ১০:২৭

বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কার্গো জাহাজ চাপায় এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিষখালী নদীর নলটনা পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সগীর মিয়া (২৬) নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। গর্জনবুনিয়া বাজারে তার মোবাইল মেরামতের দোকান রয়েছে। পরিবারে সগীরের স্ত্রী ও এক সন্তান রয়েছে।

জানা গেছে, বিএনপির সমাবেশে যোগ দিতে কার্গো জাহাজে ওঠার সময় কার্গো ও নৌকার চাপে পৃষ্ট হয়ে মারা যান তিনি।

নলটোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কবির জানান, বিএনপি সমর্থিত নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ নলটোনা থেকে বরিশালে সমাবেশে লোক নিতে কার্গো ঠিক করে রাখেন। ওই কার্গোটি পাথরঘাটা থেকে ছেড়ে বিষখালী নদীর নলটোনা পয়েন্টে ভেড়ার সময় সেখানে থাকা একটি নৌকা সরাতে গিয়ে কার্গো ও নৌকার চাপে পিষ্ট হয়ে সগীর মিয়া আহত হন। পরে লোকজন তাকে তীরে তুললে সেখানেই তার মৃত্যু হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শামসুজ্জোহা শামস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বুকের বাম পাশে ও মাথার বাম দিকে জখমের চিহ্ন রয়েছে।

বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আমরা যতটুকু শুনেছি, বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে পাথরঘাটা থেকে একটি কার্গো ছেড়ে এসেছিল। নলটোলা থেকে আরও লোকজন নেওয়ার জন্য সেটি তীরে ভেড়ার সময় সগীর মিয়া নামের এক ব্যক্তি কার্গোর চাপায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি জানান, এ ঘটনায় পরিবারের কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

(ঢাকা টাইমস/৫ নভেম্বর/এলএম/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :