নোয়াখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২২, ১২:২৪

নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে শহীদ উল্লাহ মাঝি (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ৯টায় নেওয়াজপুর ইউনিয়নে ধন্যপুর গ্রামের একটি ক্ষেত থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত শহীদ উল্লাহ মাঝি ওই গ্রামের মুসলিম মাস্টারের পুরাতন বাড়ির মৃত আমিন উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ির পেছনে ক্ষেতে যান শহীদ উল্লাহ। ক্ষেত দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় হেলে থাকা বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুড়ি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর সময় প্রচন্ড বাতাসে বিদ্যুৎ এর খুঁটির সঙ্গে থাকা লাইন হেলে নিচে নেমে যায়। নৌকা নিয়ে ওই লাইনের নিচ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান তিনি। লাইন মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/০৬নভেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :