গরু চুরিতে অভিযুক্ত সেই ছাত্রলীগ নেত্রীর জামিন নাকচ

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২২, ১৭:২৮

ধামরাইয়ে গরু চুরির একাধিক ঘটনায় জড়িত ছাত্রলীগ নেত্রী বাবলী ইয়াসমিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রবিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ মুজাহিদুল ইসলাম এই আদেশ দেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল। তিনি জানান, আদালতে আসামির পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক শুনানি শেষে তা নাকচ করে দেন।

বেশ কিছুদিন ধরেই ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে নিয়মিত গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলাও করা হয়। সেই মামলার তদন্তে নেমে বিস্মিত হয় পুলিশ।

এরপর জড়িত দুজনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে গরু চোর দলের নেতার নাম। সরদার হিসেবে উঠে আসে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী ইয়াসমিনের নাম। এরপর গত ২ নভেম্বর রাতে ধামরাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাবলী আক্তার সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে ও সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্রী। বাবলির বিরুদ্ধে অভিযোগ, চোরেরা বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে তার হেফাজতে রেখে বিক্রি করতেন।

বাবলীসহ পাঁচ গরুচোরকে গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানিয়েছিলেন, ‘বন্ধু শামিমের মাধ্যমে গরুচোরদের সঙ্গে পরিচয় ঘটে বাবলীর। এর পর থেকে চোরাইকৃত গরু বাবলী তার বাড়িতে নিজের হেফাজতে রেখে বিক্রি করতেন।

এ পর্যন্ত পাঁচটি গরু তার হেফাজতে রেখে বিক্রি করা হয়েছে। সর্বশেষ একটি ষাঁড় গরু জবাই করে কসাইয়ের কাছে মাংস বিক্রি করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। এদিকে, গরু চুরির ঘটনায় নাম জড়ানোর পর বাবলীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :