বাড়িতে মায়ের লাশ, পরীক্ষা কেন্দ্রে মেয়ে

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২২, ১৮:৪২

পিরোজপুরের ভান্ডারিয়ায় মা শিউলি বেগমের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিল শারমিন আক্তার (১৭) নামে এক পরীক্ষার্থী।

রবিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মাজিদা বেগম মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে শারমিন। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।

শারমিন আক্তার ভান্ডারিয়া উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে ফারুক ফকিরের মেয়ে। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী।

মেয়ের চাচা আব্দুল মালেক ফকির জানান,শারমিনের মা দীর্ঘ দিন ধরে লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। গতকাল শনিবার রাত ২টা ২০ মিনিটে ঢাকা প্রাইম হসপিটালে মারা যান। আজ সকালে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। কিন্ত মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয় শারমিন।

ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি আসলেই দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দেয়। এ ঘটনায় সবাই শোকাহত। পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধরী রায় জানান, এ বছর উচ্চ মাধ্যমিক, আলিম ও কারিগরি শাখায় মোট ১০ হাজার ৩৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :