ভারতে অনুপ্রবেশকালে মৌলভীবাজার সীমান্তে চার রোহিঙ্গা আটক

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২২, ২০:১৬

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. রিয়াজ উদ্দিন (১৮), মো. সালমান (৩৫), আব্দুর রাজ্জাক (২৩), নুর কলিমা (১৬) এবং বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মো. রিয়াজ (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানস্থ চৌমুহনায় রবিবার ভোরে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এসময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে।

এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ঢাকা টাইমসকে জানান, আটক রোহিঙ্গারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বড়লেখায় এসে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। স্থানীয় পুলিশ তাদের আটক করেছে। এখন বিশেষ ব্যবস্থায় আবার তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এলএ)