মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত ২

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২২, ২১:৫৪

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল উল্টে সুজন শিকদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও দুজন। রবিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর এলাকায় সার্ভিস সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুজন শিকদার উপজেলার সন্যাসীরচর এলাকার মোস্তফা শিকদারের ছেলে।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল বাকী জানান, শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্য্যনগর থেকে পাঁচ্চরের দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন সুজন ও জহিরুল। সার্ভিস সড়কের দৌলতপুর এলে সিদ্দিক মাতুব্বর (৫৫) নামে এক পথচারী রাস্তা পার হতে গেলে সুজন শিকদার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় মোটরসাইকেল উল্টে গেলে মাথায় গুরুতর আঘাত পান চালক সুজন শিকদার। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী জহিরুল শিকদার ও পথচারী সিদ্দিক মাতুব্বর চিকিৎসাধীন রয়েছেন।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল বাকি আরো জানান, খবর পেয়ে আমরা আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাই। সেখানে সুজন নামে একজনের মৃত্যু হয়। অন্যরা আহত হলেও ঝুঁকিমুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। মূলত মোটরসাইকেলের সামনে এক পথচারী চলে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :