হাতিয়ায় ৩২০০ লিটার অবৈধ তেল জব্দ

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২২, ১৬:০২ | আপডেট: ০৮ নভেম্বর ২০২২, ১৬:০৫

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস

নোয়াখালীর হাতিয়ার বাংলা বাজার ঘাটে অভিযান চালিয়ে ২৬০০ লিটার পাম অয়েল ও ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। তবে এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার ভোরে মেঘনা নদী সংলগ্ন বাংলা বাজার ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. (বিএন) কে এম শফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রলার যোগে একদল চোরাকারবারি অবৈধভাবে আনা তেল পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে হাতিয়ার মেঘনা নদীর বাংলা বাজার ঘাটে অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানকালে ড্রামের ভেতর থেকে ৩২০০ লিটার তেল জব্দ করা হয়। 

তিনি বলেন, পালিয়ে যাওয়ায় পাচারকারি কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য অভিযান চলছে।  

(ঢাকা টাইমস/০৮নভেম্বর/এসএম)