স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হলেন ২৭ কর্মকর্তা

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২২, ১৬:১৫ | আপডেট: ০৮ নভেম্বর ২০২২, ১৬:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রশাসনে ২৭ জন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) (উপসচিব) পদ মর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, পঞ্চগড়ের এডিসি আজাদ জাহানকে পঞ্চগড়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। আর বরগুনার জালাল উদ্দিনকে নোয়াখালীতে, চাঁপাইনবাবগঞ্জের এসিডি দেবেন্দ্র নাথ উরাঁওকে চাপাইনবাবগঞ্জে, জামালপুরের সরকার আবদুল্লাহ আল মামুন বাবুকে জামালপুরে, কক্সবাজারের মো. আমিন আল পারভেজকে কক্সবাজারে, বরিশালের গৌতম বাড়ৈকে বরিশালে, শেরপুরের মোহাম্মদ তোফায়েল আহমেদকে শেরপুরে, পটুয়াখালীর মো. হুমায়ুন কবিরকে পটুয়াখালীতে, খাগড়াছড়ির গোলাম মো. বাতেনকে ফেনীতে, ভোলার বিবেক সরকারকে ভোলায়, পাবনার মো. সাইফুর রহমানকে পাবনায়, মৌলভীবাজারের মো. জাহিদ আখতারকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সাতক্ষীরার এডিসি মো. রেজা রশিদকে নড়াইলে, মেহেরপুরের মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়াকে চুয়াডাঙ্গায়, মাগুড়ার মো. শাহাদাত হোসেন মাসুদকে মাগুড়ায়, নীলফামারীর মো. সাইফুর রহমানকে নীলফামারীতে, খাগড়াছড়ির নাজমুন আরা সুলতানাকে খাগড়াছড়িতে, কুড়িগ্রামের মো. মিনহাজুল ইসলামকে কুড়িগ্রামে, নাটোরের মো. আশরাফুল ইসলামকে নাটোরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

 

বাংলাদেশ কর্ম কমিশন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক শাহিনা সুলতানাকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। বগুড়ার এডিসি মো. মাসুম আলী বেগকে জয়পুরহাটে, ঝালকাঠির কামাল হোসেনকে ঝালকাঠিতে, পিরোজপুরের মো. হুমায়ূন কবীরকে পিরোজপুরে, রাজবাড়ীর আসাদুজ্জামান রিপনকে রাজবাড়ীতে, নেত্রকোনার মো. মনির হোসেনকে নেত্রকোনায়, বাগেরহাটের মো. শাহীনুজ্জামানকে বাগেরহাটে এবং শরীয়তপুরের এডিসি গাজী মো. শরিফুল ইসলামকে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এএ/কেএম)