বাগেরহাটে ১৫ দোকান পুড়ে ছাই

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০২২, ১৩:২৮

বাগেরহাটের শরণখোলায় ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহষ্পতিবার ভোর রাতে শরণখোলা উপজেলার রায়েন্দ বাজারের পাঁচরাস্তার মোড়ে এই আগুনের ঘটনা ঘটে।

প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে ব্যবসায়ীদের অন্তত ৮০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছে।

বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- কালাম জোমাদ্দারের রিপা টেলিকম, নবী হোসেনের ওষুধের ফার্মেন্সী আব্দুল হক ফরাজী, শামীম মোল্লা, শহীদুল চৌকিদার, শহীদ হওলাদার, মাসুম কাজী, মাইনুল ইসলাম টুকু, ডাক্তার মশিউর রহমান, সাইদুর রহমান গফ্ফার তালুকদার, খোকন তালুকদার, বাবুল আকন, আব্দুর রশিদ ও রিপন তালুকদার। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুদি, কসমেটিকস ও হার্ডওয়ার।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপা টেলিকমের মালিক বলেন, ভোরে দোকানে আগুন লাগার খবর পেয়ে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি সারিবদ্ধ বেশ কয়েকটি দোকানে আগুনের লেলিহান শিখা। দোকানে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আমাদের অন্তত ৮০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

শরনখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আফতাবী আলম জানান, বৃহষ্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে পাঁচ রাস্তার মোড়ে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। স্থানীয়দের নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই এলাকার ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :