মৌলভীবাজারে তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
| আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৬:০০ | প্রকাশিত : ১০ নভেম্বর ২০২২, ১৫:৫৮

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভোক্তার সহকারী পরিচালক মো আল আমিন দৈনিক ঢাকা টাইমসকে জানান, বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, কুলাউড়া রোড, মৌলভীবাজার রোড, রবিরবাজার রোডসহ বিভিন্ন জায়গায় বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত তদারকি অভিযানে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাজারে অবস্থিত বিসমিল্লাহ ষ্টোরকে ৪ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত দূর্জয় ষ্টোরকে ৪ হাজার টাকা, রবিরবাজার রোডে অবস্থিত ডায়মন্ড বেকারীকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

তিনি বলেন, খাদ্যদ্রব্যের ভেজাল রোধে ভোক্তার অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :