২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৯ জন, শনাক্ত হার ১ দশমিক ৫২

দেশে মহামারী করোনাভাইরাসের প্রকোপ কমে এসেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬৯ জনের শরীরে। আর এসময়ের মধ্যে করোনায় কোনো মৃত্যু নেই।
করোনার নিয়মিত আপডেটে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষা হয়। করোনারোগী শনাক্ত হয় ৬৯ জন। শনাক্ত হার ১ দশমিক ৫২ শতাংশ।
আগের দিন ৩ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬২ জন। আর শনাক্ত হার ছিল ১ দশমিক ৬৬ শতাংশ। সেই হিসাবে বৃহস্পতিবার সংক্রমণ কমেছে দশমিক ১৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক দিনে মৃত্যু না থাকলেও এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ৬৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ২৫৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ। বুধবার সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪০ শতাংশ।
(ঢাকাটাইমস/১০নভেম্বর/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত
স্বাস্থ্য এর সর্বশেষ

শিশুর মোয়ামোয়া রোগের যেসব লক্ষণে সতর্ক হবেন

মিলন হয়নি অথচ তরুণী নাকি গর্ভবতী!

সন্তান ধারণে বড় বাধা এন্ডোমেট্রিয়াম! যেভাবে চিনবেন এই রোগ

যেসব রান্নার তেল ডায়াবেটিস রোগীদের বিষ

ওষুধে ভেজাল করলে যাবজ্জীবন, মন্ত্রিসভায় আইন অনুমোদন

কুমড়া দেখলে নাক সিটকান? হার্ট ভালো রাখাসহ নানা স্বাস্থ্যগুণ এ সবজির!

কোলেস্টেরল কী এবং কেন হয়, এটি বাড়লে কী ক্ষতি হয়?

ভেষজ ঔষধি মৌরি শরীরের কর্মক্ষমতা বাড়ায়

নিপাহ ভাইরাসে সাত মৃত্যু, ঝুঁকিতে দেশের সব জেলা: আইইডিসিআর
