২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৯ জন, শনাক্ত হার ১ দশমিক ৫২

প্রকাশ | ১০ নভেম্বর ২০২২, ১৮:০৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২২, ১৮:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশে মহামারী করোনাভাইরাসের প্রকোপ কমে এসেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬৯ জনের শরীরে। আর এসময়ের মধ্যে করোনায় কোনো মৃত্যু নেই।

করোনার নিয়মিত আপডেটে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষা হয়। করোনারোগী শনাক্ত হয় ৬৯ জন। শনাক্ত হার ১ দশমিক ৫২ শতাংশ।

আগের দিন ৩ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬২ জন। আর শনাক্ত হার ছিল ১ দশমিক ৬৬ শতাংশ। সেই হিসাবে বৃহস্পতিবার সংক্রমণ কমেছে দশমিক ১৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক দিনে মৃত্যু না থাকলেও এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ৬৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ২৫৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ। বুধবার সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪০ শতাংশ।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/ডিএম)