রাজবাড়ীতে দুদিনের বাস ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২২, ১২:২৬

রাজবাড়ীতে হঠাৎ ডাকা দুদিনের বাস ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শুক্রবার সকাল শুরু হওয়া বাস ধর্মঘট চলবে আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত। সকালে এ জেলা থেকে যশোর, কুষ্টিয়া ও ফরিদপুরগামী কোনো বাস ছেড়ে যায়নি।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুদিনের বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিক ও শ্রমিকরা।

পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান জানান, ‘দীর্ঘদিন ধরে সড়ক মহাসড়কে অবৈধভাবে তিন চাকার যানবাহন চলাচল করছে। এসব যানবাহন চলালের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। মহাসড়কে অবৈধ এসব যান চলাচল বন্ধের দাবিতে দুদিনের বাস ধর্মঘট ডাকা হয়েছে।’

এদিকে রাত পোহালেই ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ। এর মধ্যেই দুদিনের পরিবহন ধমর্ঘটের ঘোষণা দিয়েছেন পাশের জেলাগুলোর পরিবহন নেতারা।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্নস্থানে গুলিতে দলের নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে দলটি বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :