দ্বিতীয় দিনে মাদারীপুর-ফরিদপুর বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০২২, ১৫:২১

দ্বিতীয় দিনের মতো মাদারীপুর থেকে ফরিদপুর জেলায় চলাচলাকারী সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে। অবৈধ ইজিবাইক নছিমন ভটভটিসহ থ্রি হুইলার জাতীয় যানবাহন বন্ধের দাবিতে শুক্রবার সকাল থেকে ও শনিবার রাত পর্যন্ত দুই দিন পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতি।

শনিবার সকাল থেকে মাদারীপুরের সঙ্গে ঢাকাসহ অন্য জেলায় যাতায়াতকারী সব ধরনের পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস ও মিনিবাস মালিক সমিতির নেতারা জানান, উচ্চ আদালতে নিষেধ থাকার পরেও দীর্ঘ দিন ধরে মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল করছে। এতে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে। তাই ফরিদপুর জেলায় এসব অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শুক্র ও শনিবার ধর্মঘট ডাকে মালিক সমিতি। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে মাদারীপুর থেকেও ফরিদপুরগামী সব পরিবহন বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

একটি বেসরকারি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি রফিকুল আলম জানান, ‘আমার ফরিদপুর প্রতি সপ্তাহে একবার যেতে হয়। আজ সকালে এসে দেখি ফরিদপুরের সব বাস বন্ধ। তাই যেতে পারছি না। সকাল ১০টার মধ্যে যেতে না পারলে অফিসিয়াল সমস্যা হবে। এখন ভাঙ্গা পর্যন্ত যাবো। পরে ভেঙে ভেঙে যেতে হবে। এমন দুর্ভোগ করা ঠিক হয়নি।’

তবে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বলেন, ‘আমরা ফরিদপুর মালিক সমিতির ডাকা ধর্মঘটের সঙ্গে একমত পোষণ করে বাস চলাচল বন্ধ রেখেছি। তবে শনিবার বিকাল থেকে মাদারীপুর টু ফরিদপুর বাস চলাচল করবে। আমরা দীর্ঘদিন ধরে মহাসড়কে ইজিবাই নছিমন চলাচল বন্ধের জন্যে আন্দোলন করে আসছি। তারই কারণে আমাদের তাদের সঙ্গে একমত হওয়ায়।’

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :