ডেঙ্গুতে মৃত্যুর তালিকায় আরও ৬, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯১৮

প্রকাশ | ১২ নভেম্বর ২০২২, ১৭:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু তালিকায় নাম উঠেছে আরও ছয়জনের। শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ছয়জনের মৃত্যুর পাশাপাশি ডেঙ্গ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৮ রোগী।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯১৮ জনের মধ্যে ৫৩০ জন ঢাকার এবং বাকি ৩৮৮ জন অন্য জেলার।

এর আগে গত ২ নভেম্বর এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৯৪ ডেঙ্গু রোগী শনাক্তের কথা বলেছিল স্বাস্থ্য অদিদপ্তর। শনিবার নতুন ৯১৮ জনকে নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৫ জনে।

অন্যদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯ জনে।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/ডিএম)