বুড়িগঙ্গায় উদ্ধার মরদেহটি জাবি ছাত্রলীগের সাবেক সম্পাদক বিপ্লবের

প্রকাশ | ১৩ নভেম্বর ২০২২, ১২:২৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২২, ১৩:০৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস

বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক সাধারণ সম্পাদক ও কৃষি উদ্যোক্তা দূরন্ত বিপ্লবের (৫১) বলে জানিয়েছে নৌ-পুলিশ।

দুরন্ত বিপ্লবের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুর গ্রামে। তার বাবা প্রয়াত আব্দুল মান্নান। ১৯৯৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন বিপ্লব।

১৯৯৪-১৯৯৮ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের পদে থাকা বিপ্লব বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।

কৃষি উদ্যোক্তা বিপ্লবের কৃষি খামার ছিল ঢাকার কেরানীগঞ্জে। গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন পাওয়া যায় কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায়।

নারায়ণগঞ্জ পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, ‘শনিবার বিকালে বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ পানগাঁও থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাত সাড়ে ১২টায় কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন বিপ্লবের স্বজনরা। পরে রাত তিনটার দিকে নারায়ণগঞ্জ পাগলা নৌ-পুলিশ ফাঁড়িতে এসে নিহতের ছবি দেখে মরদেহের পরিচয় শনাক্ত করেন তারা।’

এসআই শাহজাহান বলেন, ‘৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাওয়ার পথে দুরন্ত বিপ্লব নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার আগে মুঠোফোনে তার শেষ অবস্থান ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ। মরদেহ দেখে মনে হয়েছে অন্তত ৪৮ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। এছাড়া তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিসক (আরএমও) ডা. শেখ ফরহাদ বলেন, ‘রবিবার দুপুরে মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ ও বিস্তারিত জানা যাবে।’

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এমএম/ডিএম)