টি-টোয়েন্টি বিশ্বকাপ: কোন দল কত টাকা পেল জানুন
প্রকাশ | ১৪ নভেম্বর ২০২২, ১৩:৪৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২২, ১৩:৫৪
দুই সপ্তাহ ধরে চলা বাইশ গজের যুদ্ধের যবনিকাপাত হলো রবিবার। এদিন পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে ইংল্যান্ড।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন-রানারআপ ট্রফি ছাড়াও ইংল্যান্ড-পাকিস্তানসহ বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্য দলগুলো কে কত টাকা ঘরে তুলল তা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর অনেক আগেই পুরস্কার মূল্য ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। পুরো প্রতিযোগিতার জন্য মোট পুরস্কার মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি ৬৩ লাখ টাকার কিছু বেশি।
এই মূল্যের মধ্যে চ্যাম্পিয়ন দল হিসেবে ইংল্যান্ডের ঘরেই গেছে বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ২২ লাখ টাকা। অন্যদিকে, রানারআপ দল হিসেবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান পেয়েছে ৮ কোটি ১১ লাখ টাকা।
সেমি ফাইনালে হেরে যাওয়া দুই দল ভারত ও নিউজিল্যান্ড প্রত্যেকে পেয়েছে বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকা করে।
এছাড়া সুপার টুয়েলভ পর্বে বাদ পড়া বাকি আট দল- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস প্রত্যেকে পেয়েছে ৭০ লাখ টাকা করে।
এবারের আসরে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার স্যাম কারান। ফাইনাল ম্যাচে মাত্র ১২ রান খরচায় ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। গোটা আসরে ১৩ জনকে শিকার করেছেন স্যাম।
তবে সর্বাধিক উইকেট শিকারির তকমাটা পেয়েছেন সুপার টুয়েলভ পর্বে বাদ পড়া শ্রীলঙ্কা দলের অন্যতম সেরা বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৫ জনকে আউট করেছিলেন তিনি।
অন্যদিকে, সর্বাধিক রান সংগ্রাহকের তকমাটা পেয়েছেন ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি। ৬ ম্যাচ থেকে তার মোট রান ২৯৬। তার মধ্যে আবার চারটি অর্ধশতক।
(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এজে)