পাবনায় অস্ত্রসহ সর্বহারা দলের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, পাবনা
| আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৫:০০ | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২২, ১৪:৩১

পাবনার আটঘরিয়ায় সর্বহারা নেতা চাঞ্চল্যকর মুসা হত্যা মামলার রহস্য উদঘাটনসহ পূর্ব বাংলা সর্বহারা দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি আধুনকি অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার চাটমোহর থানার কদমতলী গ্রামের মো. সাইফুর ইসলাম ওরফে শুটার সিরাজ ওরফে রাহাত (২৫), আটঘরিয়ার নগরচাচকিয়া উত্তরপাড়া গ্রামের মো. একরাম হোসেন (২৫), রাজবাড়ী জেলার চরভরাট গ্রামের মো. জামাল প্রামাণিক ওরফে জাকির ওরফে হালিম (২৮), আমিনপুর থানার চর দুর্গাপুর গ্রামের মো. শরিফুল ইসলাম ওরফে শোহাইব ওরফে শাহিন (২৫) ও আতাইকুলা থানার নতুনপাড়া এলাকার মো. নাহিদুল ইসলাম ওরফে শাকিল (১৯)।

মো. আকবর আলী মুনসী জানায়, সোমবার ভোর ৩টার দিকে জেলার আতাইকুলা থানার ফারাদপুর নতুন পাড়া এলাকার জনৈক মো. নাহিদের বাড়িতে (সর্বহারাদের আস্তানা) পাবনা গোয়েন্দা পুলিশ ও আটঘরিয়া থানা পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় ৪টি অত্যাধুনিক অস্ত্র, বারো বোরের ৩২ রাউন্ড তাজা কার্তুজ ও তাদের ব্যবহৃত ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তারা আটঘরিয়ার একদন্তে আত্মসমর্পণকৃত সর্বহারা নেতা চাঞ্চল্যকার মুসা হত্যায় জড়িত। উল্লেখ্য, চলতি বছরের ২৬ অক্টোবর আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে নজিবুলের চায়ের দোকানের পেছনে ক্যারাম খেলছিল ২০১৯ সালে আত্মসমর্পণকৃত সর্বহারা নেতা মুসা খাঁ (২৮)। বিকাল পৌনে ৫টার দিকে সশস্ত্র সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ও কুপিয়ে মুসা খাঁকে হত্যা করে।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :