বড় ম্যাচের ক্রিকেটার স্টোকস

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২২, ১৮:১৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পাকিস্তানের বিপক্ষে শিরোপা নির্ধারণী লো-স্কোরিং ম্যাচে ব্যাট করতে নেমে একে একে ফিরে যাচ্ছিলেন ইংলিশ ব্যাটাররা। কিন্তু শেষ পর্যন্ত খেলে অর্ধশতক পূরণের পাশাপাশি জয় নিয়েই মাঠ ছাড়েন বেন স্টোকস। আর দলও পেয়ে যায় দ্বিতীয় শিরোপা। এর আগেও ওয়ানডে বিশ্বকাপ কিংবা অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজে দেখিয়েছেন নিজের শ্রেষ্ঠত্ব। এজন্য তাকে বড় ম্যাচের ক্রিকেটার বলে ইংল্যান্ডের দলনেতা জস বাটলার।

ফাইনালে একমাত্র ফিফটি তুলে নিলেও ম্যাচসেরার পুরস্কার পাননি বেন স্টোকস। সতীর্থ স্যাম কুরান মাত্র ১২ রানের খরচায় ৩ উইকেট নিয়ে সেরার পুরস্কার পেয়েছেন। এরপরও স্টোকসের প্রশংসা করতে একটু কার্পন্য করেননি তিনি। স্যাম কুরানের মতে এই পুরস্কার পাওয়া যোগ্য স্টোকস্যই।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একই সুর শোনা যায় ইংলিশ দলনেতা জস বাটলের মুখেও। স্টোকসকে নিয়ে তিনি বলেন, ‘সে(স্টোকস) বড় ম্যাচের ক্রিকেটার। তার বিরাট ইনিংসগুলোর পিছনে রয়েছে অভিজ্ঞতা।’

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এমএম)