যুগ্ম জেলা জজ হলেন ৩৯ জন

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২২, ১৭:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জ্যেষ্ঠ সহকারী জজ থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম জেলা জজ অথবা যুগ্ম মহানগর দায়রা জজ হয়েছেন ৩৯ জন বিচারক। গতকাল সোমবার আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়,  বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের  আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের তৃতীয় গ্রেডের বেতনক্রম অনুসারে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৩৯ বিচারকগণকে জ্যেষ্ঠ সহকারী জজ বা সমপর্যায়ের পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের পদে পদোন্নতি  দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পাবনার জ্যেষ্ঠ সহকারী জজ মো. ইলিয়াস রহমানকে শরীয়তপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। আর কিশোরগঞ্জের মাহবুব আলী মুয়াদকে শেরপুরে, নওগাঁর মো. তাজউল ইসলামকে পাবনায়, আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা নরসিংদীতে, পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মুনির হোসাইনকে লক্ষীপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে, চাঁপাইনবাবগঞ্জের মো. নাজমুল হোসেনকে পাবনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে। 

রাজশাহীর জ্যেষ্ঠ সহকারী জজ মোহাম্মদ মনিরুজ্জামানকে বগুড়ায় যুগ্ম জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে। দিনাজপুরের মো. লুৎফর রহমানকে ঠাকুরগাঁওয়ে, চট্টগ্রামের মোসাম্মৎ ইছরাত জাহান নাসরিনকে ঢাকার আপীল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার, হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার কাজী আরাফাত উদ্দীনকে ঢাকা হাইকোর্টের ডেপুটি রেজিস্টার হিসেবে প্রেষণে, ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামকে জামালপুরের ল্যান্ড সার্ভে ট্রাবুন্যালে, বান্দরবান লামার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মো. বেলাল উদ্দীনকে  ফেনীতে, ঢাকা মহানগরের হাকিম নিভানা খায়ের জেসিকে টাঙ্গাইলে, নাটোরের সিনিয়র সহকারী জজ মো. দেলোয়ার হোসেনকে দিনাজপুরে, সিলেটের লিগ্যাল এইড অফিসার বেগম   ফাইরুজ তাসনীমকে সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ, শেরপুরের সিনিয়র সহকারী জজ হাফিজ আল-আসআদকে ময়মনসিংহের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে, জয়পুরহাটের এ,জি,এম মনিরুল হাসান সরকারকে দিনাজপুরে, শরীয়তপুরের মিল্টন হোসেনকে রাঙ্গামাটিতে, ময়মনসিংহের মো. ইমাম হোসেনকে কুমিল্লায়, গাইবান্ধার মো. তৌফিকুল ইসলামকে ঝিনাইদহে, ঢাকা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আরিফুল ইসলামকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের প্রধান বিচারপতির একান্ত সচিব হিসেবে প্রেষণে নিয়োগ, ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াছমিন আরাকে গাজীপুরে, পিরোজপুরের মনিরুজ্জামানকে নড়াইলে, কিশোরগঞ্জের বেগম মাহমুদা আক্তারকে কিশোরগঞ্জে, মুন্সীগঞ্জের জেলা লিগ্যাল এইড অফিসার বেগম কামরুন নাহারকে মানিকগঞ্জে, সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহবুবুল ইসলামকে চাঁদপুরে, ঢাকা মহানগর হাকিম বেগম তামান্না ফারাহকে ঢাকায়, বরিশাল মহানগর হাকিম মো. শামীম আহম্মেদকে ঝালকাঠিতে, কিশোরগঞ্জের সিনিয়র সহকারী জজ ইশতিয়াক আহমেদ সিদ্দিকীকে নরসিংদীতে, জামালপুরের জেলা লিগ্যাল এইড অফিসার বেগম নাজমুন নাহারকে ময়মনসিংহে, কুড়িগ্রামের সেলিম রেজাকে নীলফামারীতে, পিরোজপুরের মো. শাহীদুল ইসলামকে সাতক্ষীরায়, মুন্সীগঞ্জের আবু সাঈদকে খুলনায়, ভোলা মনপুরা চৌকির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরু মিয়াকে বান্দরবানে, চুয়াডাঙ্গার মো. ছানাউল্ল্যাহকে যশোরে, যশোরের মো. মিজানুর রহমানকে গোপালগঞ্জের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে, মানিকগঞ্জের বেগম তানিয়া ফেরদৌসীকে টাঙ্গাইলের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে, ঢাকা বিচার প্রশাসন ইনিস্টিউটের সহকারী পরিচালক বেগম নাহিদ নিয়াজকে নারায়ণগঞ্জে এবং দিনাজপুরের গোপাল চন্দ্র রায়কে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার কাজী আরাফাত উদ্দীনকে ঢাকা হাইকোর্টের ডেপুটি রেজিস্টার হিসেবে প্রেষণে এবং ঢাকা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আরিফুল ইসলামকে দ্রুত পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্য বিচারকদের ১৭ নভেম্বরের মধ্যে যোগদানের তারিখ থেকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করে পদোন্নাতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো। 

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/এএ/কেএম)