বিএনপির ফাঁকা বুলিতে আ.লীগ ভয় পায় না, খেলা হবে ডিসেম্বরে: কাদের

বরগুনা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২২, ১৯:২১

আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুত সব উন্নয়ন কার্যক্রম বাস্তাবায়ন করে ফেলায় বিএনপির অন্তর জ্বালা শুরু হয়েছে। তাদের ফাঁকা বুলিতে আওয়ামী লীগ ভয় পায় না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচনের মাঠে খেলা হবে।

বুধবার দুপুরে বরগুনা সার্কিট হাউজ ময়দানে জেলা আওয়ামী লীগের ৮ম ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপিকে কাপুরুষের দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পদ্মা সেতু ও পায়রা সেতু হয়ে গেলে, মেট্রোরেলও হয়েই গেলে, বঙ্গবন্ধু টানেলও হওয়ার পথে। এতেই বিএনপির অন্তর জ্বালা শুরু হয়ে গেছে।

তিনি বলেন, লন্ডন থেকে তাদের (বিএনপি) টাকা আসে বস্তায় বস্তায়। এখন দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে।

এর আগে বেলা সোয়া এগারোটায় জেলা আওয়ামী লীগের ৮ম ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নিরীক্ষণ কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

কাউন্সিলে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

(ঢাকা টাইমস/১৬নভেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :