রাজনৈতিক দলগুলোর বিভেদ কমাতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন কাদের

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২২, ২২:২৭ | আপডেট: ১৬ নভেম্বর ২০২২, ২২:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে যে উঁচু দেয়াল সৃষ্টি হয়েছে, ভবিষ্যতের রাজনীতির জন্য তা মোটেই শোভনীয় নয়। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ কমাতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেছেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

বুধবার রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগ আয়োজিত গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক সৌজন্য সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, ‘আমি আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই এসেছেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ডিও (প্রাপ্য) কাভারেজ চাই, আমরা বেশি চাই না। আমাদের যতটুকু প্রাপ্ত ততটুকু  চাই। আমরা আমাদের ডিওটা চাই। আমরা এটাও বলি না যে বিএনপিকে কাভারেজ দিয়েন না। তাদেরকেও দেন।'

 

বিরোধী দল শক্তিশালী হলে গণগন্ত্রও শক্তিশালী হয় বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।  গত ১৪ বছর দেশ পরিচালনা করতে গিয়ে আওয়ামী লীগ অনেক ভুলত্রুটি করেছে। নিজেদের ভুল স্বীকার করেন আওয়ামী লীগের টানা দুইবারের এই সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আমাদের ভুল আছে, আমরা স্বীকার করি। কিন্তু আমরাই একমাত্র দল, যারা গণতন্ত্রের চর্চা করি। ভুল ত্রুটির পরেও আমরা তো মূল ধারার সঙ্গে আছি।'

 

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে জঙ্গিবাদের সৃষ্টি কারা করেছে? শাইখ আব্দুর রহমান কার সৃষ্টি? ভুলে গেছেন? রাজশাহী শহরে প্রকাশ্যে মিছিল করেছে অস্ত্র নিয়ে। আমরা এদের বিরুদ্ধে কথা বলি। এদের বিরুদ্ধে আমরা সরব। এটা আওয়ামী লীগের রাজনীতি।’

 

রাজনৈতিক প্রসঙ্গ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের বিরোধী একটা জোট হচ্ছে। আমাদেরও জোট হতে পারে।' এ সময় কাদের অভিযোগ করেন, বিএনপি তাদের সুবিধার জন্য সংবিধান থেকে ‘কলমের এক খোঁচার ৭ ধারা বাতিল’ করেছে।

 

বিএনপির ঘরের মধ্যে গণতন্ত্র নেই উল্লেখ করে কাদের বলেন, ‘ফখরুল সাহেবের কি মনে আছে? কবে তার কাউন্সিল হয়েছে? এর মাঝে আমার দুইটা হয়ে গেছে। আরেকটা চলে এসেছে।'

 

আওয়ামী লীগ বিএনপি কোনো অনুষ্ঠানের কাউন্টার অনুষ্ঠান করে না বলে জানান কাদের। তার মতে, কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে নিজেদের জেলা সম্মেলন চলছে। অনেক ক্ষেত্রে একই জেলায় আওয়ামী লীগ- বিএনপির অনুষ্ঠান হচ্ছে। আওয়ামী লীগ বিএনপিকে 'টার্গেট' করে কিছু করছে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/জেএ/কেএম)