লংকাবাংলা ফাইন্যান্স ও ডেলিভারি টাইগারের চুক্তি

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২২, ১৫:২৫

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) ব্যবসার জন্য প্লাটফর্মভিত্তিক ই-লোন চালু করতে কুরিয়ার সার্ভিস প্লাটফর্ম ডেলিভারি টাইগারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার এবং ডেলিভারি টাইগারের প্রতিষ্ঠাতা ও সিইও ফাহিম মাশরুর সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব অপারেশনস একেএম কামরুজ্জামান (এফসিএমএ), হেড অব রিটেইল বিজনেস খুরশেদ আলম, হেড অব সিএমএসএমই মো. কামরুজ্জামান খান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং মো. রাজিউদ্দিন এবং ডেলিভারি টাইগারের চিফ টেকনিক্যাল অফিসার রনি মণ্ডল, হেড অব রিটেইল বিজনেস মো. আলী আজহার খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ঋণ প্রক্রিয়ায় ঋণ আবেদন থেকে শুরু করে ঋণ পরিশোধ পর্যন্ত ডিজিটালি করা হবে। এ প্লাটফর্মভিত্তিক সিএমএসএমই ঋণের মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স নারী উদ্যোক্তাদের জন্য প্রতিষ্ঠিত শিখা-অনন্যার আওতায় সহজ শর্তে ও স্বল্প হারে ঋণ বিতরণ করবে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এসকে এস)