দরপতনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২২, ১৬:২৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দরপতনের শীর্ষে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। আজ শেয়ারটির দর ১৫২ টাকা বা ৩৯.৫৯ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ২৩১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৫৪ বারে ৬৭ হাজার ৩৬১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা।

ইস্টার্ণ হাউজিং দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৫.৬৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯৩ টাকা ৩০ পয়সা  দরে লেনদেন হয়।

লুব-রেফ বাংলাদেশ দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ২ টাকা ১০ পয়সা বা ৫.২৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৩৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

বৃহস্পতিবার দরপতনের তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- কেডিএস অ্যাক্সেসরিজ, ওরিয়ন ফার্মা, ইস্টার্ণ কেবলস,সামিট অ্যালায়েন্স পোর্ট, জেএমআই হসপিটাল, কোহিনুর কেমিক্যাল ও বিডি ওয়েল্ডিং লিমিটেড।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এসকেএস)